Friday, June 14, 2024

ভোলায় বাসচাপায় শ্বশুর-জামাই নিহত

ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তার শ্বশুর-জামাই। তারা এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন মনির শরিফ (৫৫) ও আলী আজগর (৩৫)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বৈদ্দের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে সাজনী সুপার পরিবহনের একটি বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্দের পুল এলাকায় পাশ্ববর্তী সড়ক থেকে একটি মোটরসাইকেল মূল সড়কে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহত মনির শরিফ উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও আলী আজগর ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর