Free Porn
xbporn

1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet 1xbet سایت شرط بندی معتبر 1xbet وان ایکس بت فارسی وان ایکس بت بت فوروارد betforward سایت بت فوروارد سایت betforward 1xbet giriş
Friday, September 20, 2024

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে নোমান আল মাহমুদ জয়ী

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৭ হাজার ২০৫ ভোট।নোমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ। তিনি মোমবাতি প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৭ ভোট।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হতে থাকে ভোট দিতে আসা মানুষের লাইন। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে স্লো ভোটগ্রহণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন ভোটার।

ভোটগ্রহণ শুরু হলে সকালে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ নগরীর বহদ্দারহাট এলাকার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে নোমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স উ ম আব্দুস সামাদ বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্ট বের দেয়ার অভিযোগ তুলেছেন।

এই উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি, র‍্যাব ও সোয়াত টিম। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজারের কিছু বেশি।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। পরে এই আসনে হেভিওয়েটসহ ২৫ জন প্রার্থীকে টপকে মনোনয়ন পান নোমান আল মাহমুদ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর