কারও চোখে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা। কেউ কেউ আবার ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ বলছেন।
আসলেই ঐতিহাসিক মোলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রোববারের মহারণে কী মহানাটকীয়কতারই না জন্ম দিয়েছে ভারত-পাকিস্তান। শেষ বলে গিয়ে জিতেছে ভারতই।
৫৩ বলে অপরাজিত ৮২ রানের অনিন্দ্য সুন্দর ইনিংস উপহার দিয়ে মেলবোর্নের মহানায়ক বনে গেছেন বিরাট কোহলি। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলার পর জিতিয়েই মাঠ ছেড়েছেন। পঞ্চম উইকেটে তাঁর সঙ্গে ১১৩ রানের জুটি গড়ে জয়ের পথ দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া।
সে ম্যাচের পর থেকেই বিশ্বজুড়ে চলছে কোহলি, পান্ডিয়া আর ভারত-বন্দনা। দেশটির ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের মেলবন্ধন নতুন কিছু নয়। একটার সাফল্যে আরেকটা মাতে। বলিউড তারকারাও কোহলিদের স্তুতি গাইছেন।