ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনটিকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার ও মেরামত কাজ শেষে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আপলাইন চলাচলের জন্য উপযোগী হয়েছে। দুর্ঘটনার পর আপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি প্রথম ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
উদ্ধারকাজ ও লাইন মেরামত শেষে ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আপলাইনে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করেছে বলে জানিয়েছে সহকারী স্টেশন মাস্টার জসীম উদ্দিন।