Thursday, April 25, 2024

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনটিকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার ও মেরামত কাজ শেষে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আপলাইন চলাচলের জন্য উপযোগী হয়েছে। দুর্ঘটনার পর আপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি প্রথম ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উদ্ধারকাজ ও লাইন মেরামত শেষে ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আপলাইনে ঢাকার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করেছে বলে জানিয়েছে সহকারী স্টেশন মাস্টার জসীম উদ্দিন।

এদিকে, মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সংকেত প্রকৌশলী মো. সৌমাক শাওন, বিভাগীয় প্রকৌশলী ঢাকা-২ সিরাজ জিন্নাত ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রাসেল।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তীব্র গরমে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর