Monday, December 2, 2024

দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও শীর্ষ তিনের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় আজ বাতাসের মান ছিল ১৭৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী আজ ১৮৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭১ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় চীনের ইউহান এবং ১৭০ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ নেপালের কাঠমান্ডু।

বায়ু মানের সূচক ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর