ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবারের মতো দুবাই তৈরি করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট। ক্যাসিনো পরিকল্পনার কথা জানাতে গিয়ে ক্যাসিনো অপারেটর উইন বলেন, প্রজেক্টটির নির্মাণকাজ শেষ হতে ৪ বছর সময় লাগবে। এএফপি।
দুবাইয়ের রাস আল-খাইমারে অবস্থিত এ রিসোর্টটিতে অসাধারণ বিনোদন ও গেমিং সুবিধা থাকবে। যদিও ইসলামিক আইনে জুয়া খেলা নিষিদ্ধ, তবে রাস আল-খাইমারের কর্তৃপক্ষ পর্যটন উন্নয়নে গত বছর গেমিং সুবিদাসহ সমন্বিত রিসোর্ট হিসাবে এটিকে চালু করার পরিকল্পনা হাতে নেয়।