Thursday, April 18, 2024

পূর্বাচলে পাঁচ ফেডারেশনকে জায়গা দেবে বিসিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি হচ্ছে রাজধানীর পূর্বাচলে। আগামী মাস থেকেই এই স্টেডিয়ামে আউটফিল্ডের কাজ শুরুর কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠ বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

তার ভাষ্য, এই স্টেডিয়ামে পাঁচটি ফেডারেশনের জন্য আলাদা স্থাপনাও তৈরি করবে বিসিবি।

শনিবার (২৯ এপ্রিল) পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণে যান বিসিবির এই কর্মকর্তা। পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমে তিনি জানান, স্টেডিয়ামে মাঠের বাইরে অনেক কিছু থাকবে। আর জাতীয় ক্রীড়া পরিষদের অনুরোধে পাঁচটি ফেডারেশনকেও জায়গা দেবে বিসিবি।

মাহবুব আনাম জানান, এখানে শুধু মাঠ না। একাডেমি ভবন হচ্ছে, বিসিবির নিজস্ব ভবন হচ্ছে, একটা হোটেলের জায়গা ড্রয়িং করা অবস্থায় থাকবে। তবে সেটা আমরা পর্যায়ক্রমে পরে কনস্ট্রাকশনে যাবো।

তিনি আরও যোগ করেন, ক্রিকেটার্স ক্লাব, একটা অতিরিক্ত মাঠ ও একাডেমি এসবের বাইরেও আমরা পাঁচটি ফেডারেশনকে এখানে স্থাপনা দিচ্ছি। এনএসসি আমাদের অনুরোধ করেছে, তাদেরকে এখানে সংকুলান করা যায় কি না।

কোন পাঁচটি ফেডারেশন জায়গা পাচ্ছে, প্রশ্নে বিসিবির মাঠ বিষয়ক কমিটির এই চেয়ারম্যানের মন্তব্য, উনারা (এনএসসি) একটা তালিকা দিয়েছে। সেই তালিকা অনুযায়ী আমরা নতুন করে জায়গা বরাদ্দ করেছি। সে অনুযায়ী ড্রয়িংও করা হয়েছে। তাদের ঢোকা ও বের হওয়ার জায়গাও আমরা আলাদাভাবে করে দিচ্ছি। যাতে কারও কাজের কোনো বিঘ্ন না ঘটে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর