টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো একজন আহত হন।
উপজেলার বাঘিল বাজার এলাকায় রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।
ধনবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী গণমাধ্যমকে জানান, দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ সময় হাসপাতালের চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে।