test
Sunday, June 23, 2024

চতুর্থ সন্তানের বাবা হলেন করিম বেনজেমা

মাঠে দারুণ সময় কাটছে করিম বেনজেমার। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে তার নৈপুণ্যে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রিয়াল মাদ্রিদ। এই মাসেই তিনবার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফরাসি এই স্ট্রাইকার। এবার মাঠের বাইরেও বড় সুসংবাদ পেলেন তিনি। চতুর্থবারের মতো বাবা হয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেনজেমার বর্তমান সঙ্গিনী জর্দান ওজুনা সন্তানের জন্ম দিয়েছেন। এটাই এই তারকা দম্পতির প্রথম সন্তান। এর আগে আরও তিনবার বাবা হয়েছেন বেনজেমা। প্রথম সঙ্গিনী ক্লোয়ে ডি লাউনির ঘরে তার মেলিয়া (৮) ও নুরি (৩) নামে দুই কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সঙ্গিনী কোরা গাউথিয়া জন্ম দেন পুত্রসন্তান ইব্রাহীমের (৫)।

সেমানা ম্যাগাজিন এক প্রতিবেনে জানিয়েছে, গত ২৬ এপ্রিল মাদ্রিদের একটি ক্লিনিকে ভর্তি হন ওজুনা। তার একদিন পর স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই মডেল। বর্তমানে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

৩৬ বছর বয়সী বেনজেমা ও তার বর্তমান সঙ্গিনী ওজুনা নিজেদের ঘরের খবর খুব একটা বাইরে যেতে দেন না। তাই লিঁওতে জন্মগ্রহণকারী আলজেরিয়ান বংশোদ্ভুত এই তারকা ফুটবলার পরিবারকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন। তবে সম্পর্কে থাকার খবরটিও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তিনি।

এই জুটিকে ২০২২ ব্যালন ডি’অরের মঞ্চে সর্বশেষ দেখা গিয়েছিল। সেবার বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার হাতে তোলার সময় বেনজেমার সঙ্গেই ছিলেন ওজুনা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর