Friday, April 26, 2024

দেশ ছাড়ার আগে আশার বাণী শোনালেন মিরাজ

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের ক্যাম্প শেষে ঢাকায় পৌঁছেই ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তামিম-মুশফিকরা। প্রথম বহরে গিয়েছেন পাঁচ ক্রিকেটার। এবার দ্বিতীয় বহরে আজ সোমবার (১ মে) সকালে দলের বাকি সদস্যরা দেশ ছাড়েন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রোববার (৩০ এপ্রিল) দিনগত রাতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন ৫ ক্রিকেটার ও কোচিং স্টাফের ৭ জন। প্রথম ধাপে কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে যাত্রা করেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, ইবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাওহিদ হৃদয়রা। আর দ্বিতীয় ধাপে আজ যান মুশফিক-তামিমসহ স্কোয়াডে বাকি ক্রিকেটাররা।

আর দেশ ছাড়ার আগে গণমাধ্যমে কথা বলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিলেটে ভালো প্রস্তুতি নিতে পারায় ইংলিশ কন্ডিশনেও ভালো করবে দল, এমনটাই প্রত্যাশা মিরাজের।

মিরাজ বলেন, ‘আমরা খুব ভালো ছন্দে রয়েছি। গত কয়েকটা সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। অনেকদিন পর আমরা ইংল্যান্ডে যাচ্ছি, তাই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াই প্রথম লক্ষ্য থাকবে। আমাদের খুব ভালো ক্যাম্প হয়েছে সিলেটে। আর যেহেতু আমরা অনেক আগে যাচ্ছি, তাই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ থাকছে। সবাই যেহেতু ভালো শেপে আছে, তাই ভালো কিছুই হবে।’

এদিকে আইপিএল খেলে দেশে ফেরা লিটন দাস দ্বিতীয় বহরে দলের সঙ্গী হওয়ার কথা থাকলেও, তিনি যাননি। জানা গেছে ৩ মে দলে সঙ্গে যোগ দেবেন লিটন।

আইসিসি ওয়ানডে লিগের অংশ হিসেবে আইরিশদের সাথে এই সিরিজে খেলছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সেখানে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিমের দল। ৯ মে লন্ডনের চেমসফোর্ডে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর