Thursday, February 22, 2024

মেয়েদের শরীর খুব দামি তা ঢেকে রাখাই উচিত: সালমান

বলিউডে ‘ভাইজান’ খ্যাত সুপারস্টার সালমান খান। তারকা অভিনেতা হিসাবে পরিচিতির পাশাপাশি বলিউডের ব্যাডবয় হিসাবেও তার খ্যাতি কম নেই। সম্প্রতি তার ছবির সেটে মেয়েদের পোশাক নিয়ে এক বিশেষ নিয়ম প্রবর্তন করে চর্চায় উঠে এসেছিলেন তিনি। এবার সেই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন দাবাং হিরো সালমান খান।

নায়ক হয়ে সিনেমার পর্দায় সালমান খান প্রায়শ শার্ট খুলে ফেলেন। খালি গায়ে মারামারি করেন ভিলেনের সঙ্গে। অথচ নায়িকা তথা নারীদের জন্য তার ‘শালীন’ পোশাকের নিয়ম! অনেকেই তার এই স্বভাবকে ‘দ্বিমুখিতা’ বলে কটাক্ষ করেছেন।

সপ্তাহ খানেক আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচারে এসে এক অনুষ্ঠানে নবাগতা অভিনেত্রী পলক তিওয়ারি জানান, নিজের ছবির সেটে নাকি মেয়েদের পোশাক নিয়ে বেশ কড়া সালমান খান।

অভিনেত্রী জানান, সেটে উপস্থিত মেয়েদের সবাইকেই নাকি বুকঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে ভাইজানের তরফে। এই নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য প্রযোজ্য নয়।

সম্প্রতি ভারতীয় সংবাদপত্র হিন্দুস্থান টাইমস এবং আনন্দবাজারের প্রতিবেদনে জানিয়েছে মেয়েদের পোশাকের উপর এতটা কঠোরতা কেন সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সালমান।

প্রতিবেদন অনুযায়ী এক রিয়্যালিটি শো-এ এসে তিনি বলেন, ’নারী শরীর অনেক বেশি মূল্যবান। যত ঢেকে রাখবেন, তত ভাল। আমার অন্তত তাই মনে হয়।’ এখানেই থামেননি সালমান। নিজের কথার মানে স্পষ্ট করে বোঝাতে সালমান বলেন, ’আমিও এক সময় স্নান-পোশাকে ক্যামেরার সামনে নাচ করেছি। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। এটা মেয়েদের বিষয় নয়, এটা ছেলেদের দোষ। তারা যে ভাবে মহিলাদের দিকে তাকায়, সেটা আমার পছন্দ নয়। এই ধরনের অপমান মেয়েদের সহ্য করতে হোক, আমি চাই না।’

উল্লেখ্য, সালমান অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে এই ঈদে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি বক্স অফিসে মন্দের ভালো ব্যবসা করছে। এতে তার নায়িকা পূজা হেগড়ে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর