Monday, December 2, 2024

ঝিনাইদহে পিকআপের মধ্যে ঢুকে পড়ল ভ্যান, নিহত ৪

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের পৌর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাফান (১১), শিশু খুকু মনি (৭) ও ভ্যানচালক সোলেমান উদ্দিন। একজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানযোগে এলাঙ্গি গ্রামে দিকে যাচ্ছিল। পথে ওই কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দু’শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন হয়েছেন।

এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। এ সময় তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন জানান, রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও একজন মারা যান।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর