Saturday, May 4, 2024

সিরাজগঞ্জে লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত দুই বগি উদ্ধার করা হয়। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৫ মে) দুপুর ২টার দিকে ঈশ্বরদি-বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশনে দুই বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে পাঁচটি ট্রেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেন আসার পর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।

উদ্ধার কাজ শেষে রাত ৮টা ২০ মিনিটে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ৪২ মিনিটের চেষ্টায় ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। প্রায় সাড়ে ৬ ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিলো। বগি দুটি উদ্ধার করেই দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর