Monday, December 2, 2024

৩৩ বছর কোমায় ছিলেন এই গোয়েন্দা পুলিশ!

একটা দুটো বছর নয়, ৩৩ বছর। ৩৩ বছর কোমায় ছিলেন নিউইয়র্কের একসময়ের বিখ্যাত গোয়েন্দা। সম্প্রতি তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে নিউইয়র্কের পুলিশ বিভাগ। ৩৩ বছর আগে দুস্কৃতির হাতে গুরুতর আহত হন তিনি। ডাকাতের এক দল তার ওপর আচমকা গুলি চালায়‌। সেই গুলিতেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ট্রয় প্যাটারসন। চিকিৎসা চলাকালীন কিছুদিনের মধ্যেই কোমায় চলে যান তিনি। এরপর আর ফিরিয়ে আনা যায়নি তাঁকে। এই অবস্থাতেই গত ৩৩ বছর কেটেছে ট্রয়ের। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে বিদায় নিয়েছেন তিনি।

১৯৯০ সাল, ২৭ বছরের ট্রয় প্যাটারসন নিজের বাড়ির সামনে গাড়ি পরিষ্কার করছিলেন। হঠাৎ করেই এই দিন আততায়ীর মুখোমুখি হন তিনি। জোর করে তাঁর কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয় তাঁর ওয়ালেট। পয়েন্ট ৩৮ কোল্ট রিভলবার দিয়ে তাঁকে গুলি করা হয়। এই অবস্থায় শনিবার রাতে উদ্ধার না করা পর্যন্ত একটি জঙ্গলের মধ্যে পড়েছিলেন তিনি।

ট্রয় তাঁর ছয় বছরের কর্ম জীবনে সাতটি অসামান্য কেস সমাধান করে জনপ্রিয়তা অর্জন করেন‌। শুধু তাই নয়, গোয়েন্দা মহলেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যু গোটা পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছেই যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়।

রবিবার একটি ঘটনায় একটি বিবৃতি দেওয়া হয় ডিটেকটিভ এনডয়মেন্ট অ্যাসোসিয়েশনের তরফে।

বিভাগীয় প্রধান বলেন, ‘গোয়েন্দা ট্রয় প্যাটারসন নিউইয়র্ক শহরের অনেকের অনুপ্রেরণা ছি‌ল। নিজের বিভাগের অন্য সহকর্মীদের কাজে বরাবর অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি‌।’

প্রসঙ্গত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার পর তিন আততায়ীকেই গ্ৰেফতার করা হয়। ভিনসেন্ট রবিনস, ট্রেসে ক্লার্ক ও ড্যারিয়েন ক্রফোর্ডকে গ্ৰেফতারের পর আদালতে পেশ করা হয়। সেখানে রবিনকে ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুইজন সেই সময় নাবালক হলেও দোষী প্রমাণিত হন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর