Saturday, May 4, 2024

শপথ নিলেন ব্রিটেনের ৪০তম রাজা তৃতীয় চার্লস

রানীর যুগ পেরিয়ে সাত দশক পর রাজার দেখা পেল ব্রিটেন। শনিবার ওয়েস্টমিনিস্টিার অ্যাবেতে রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তৃতীয় চার্লস।

বিবিসি জানিয়েছে, ক্যান্টারবেরির আর্চবিশপ যুক্তরাজ্যে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করে বলেছেন চার্চ অব ইংল্যান্ড ‘এমন পরিবেশ গড়ে তুলতে চাইবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে।’

এরপর অভিষেকের শপথ পরিচালনা করেন ওয়েলবি।

তিনি রাজা চার্লসকে নিশ্চিত করতে বলেন যে তিনি তার রাজত্বকালে আইন এবং চার্চ অব ইংল্যান্ডকে সমর্থন করবেন।

রাজা পবিত্র গসপেলের (পবিত্র ধর্মগ্রন্থ) ওপর তার হাত রাখেন এবং সেই প্রতিশ্রুতিগুলি ‘সঞ্চালন ও পালন’ করার প্রতিশ্রুতি দেন।

তৃতীয় চার্লসও দ্বিতীয় শপথ নেন, অ্যাকসেশন ডিক্লারেশন শপথ, এই বলে যে তিনি একজন ‘বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট’।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর