ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। শনিবার ওয়েস্টমিনিস্টিার অ্যাবেতে রাজা হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন তিনি। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয়। সেইসঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হচ্ছে তার স্ত্রী ক্যামিলারও। এ জন্য রাজকীয় আয়োজন বসেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। রাজপরিবারের সদস্য ছাড়াও দেশ-বিদেশের অনেক অতিথি এ আয়োজনে অংশ নিচ্ছেন। তবে এর মধ্যেও আলোচনার একটি বিষয় হলো প্রিন্স হ্যারির সহধর্মিনী মেগান মার্কেলের অনুপস্থিতি।
শনিবার ব্রিটেনের নতুন রাজার রাজ্যাভিষেকে যোগ দেবেন শেখ হাসিনা
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে, মেগান মার্কেল অনুপস্থিত থাকলেও তার স্বামী প্রিন্স হ্যারি রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেট মায়ের সাথে ক্যালিফোর্নিয়ায় অবস্থান করবেন। তাদের চার বছর বয়সী বড় সন্তান প্রিন্স আর্চি সিংহাসনের ষষ্ঠ দাবিদার।
বাকিংহাম প্যালেস মেগান এবং তার সন্তানদের অনুপস্থিতির কারণ স্পষ্ট করে না জানালেও প্রিন্স হ্যারির সাথে সিংহাসনের পরবর্তী দাবিদার তার ভাই প্রিন্স উইলিয়ামের মধ্যে চলমান দ্বন্দ্বকেই মূলত মেগান মার্কেলের অনুপস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
হ্যারি-মেগান দম্পতি ২০২০ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হয়েছেন। যুক্তরাজ্য ছাড়ার পর থেকে তাদের সঙ্গে রাজপরিবারের অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। বিভিন্ন সময় সাক্ষাৎকারে, স্মৃতিকথা লিখে এ দম্পতি প্রাসাদের অনেক অজানা খবর ফাঁস করে দিয়েছেন। জন্ম দিয়েছেন বিতর্ক ও সমালোচনার।
সম্পর্কে এমন শীতলতার মধ্যে রাজা চার্লসের রাজ্যাভিষেকে হ্যারি একাই গিয়েছেন। সন্তানদের সঙ্গে নিয়ে ভিনদেশে রয়েছেন মেগান। তবে তিনি কেন দূরে আছেন, তা নিয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।রাজা তৃতীয় চার্লসের রাজঅভিষেক অনুষ্ঠানে ব্যালকনিতে দাঁড়ানোর জন্য প্রিন্স হ্যারিকে আহ্বান জানানো হয়নি। অনুষ্ঠানে আগত দর্শণার্থীদের অভ্যর্থনা জানাতে রাজপরিবারের সদস্যরা ব্যালকনিতে দাঁড়ান। খবর বিবিসি
ডিউক অব সাসেক্স খ্যাত প্রিন্স হ্যারি ওয়েস্টমিনিস্টা অ্যাবেতে যোগদান করেন। এরপর সেখান থেকেই তিনি হিথ্র বিমানবন্দরে চলে যান।
আজ শনিবার যুক্তরাজ্যের রাজপরিবারে প্রতীকীভাবে নতুন যুগের সূচনা হয়েছে। রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়। আজ শনিবার দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজ্যাভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার।
ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজার মাথায় সেইন্ট এডওয়ার্ড মুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’
সর্বশেষ ১৯৫৩ সালে নিজের রাজ্যাভিষেকে সেইন্ট এডওয়ার্ড মুকুটটি পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার ৭০ বছর পর তার ছেলে চার্লস নিজের রাজ্যাভিষেকে মুকুটটি পরলেন।
এই মুকুট ১৬৬১ সালে তৈরি করা হয়েছিল রাজা দ্বিতীয় চার্লসের জন্য। অ্যাংলো-স্যাক্সন রাজা ও সেইন্ট এডওয়ার্ড দ্য কনফেসরের নামানুসারে মুকুটটির নাম দেওয়া হয়েছে। এডওয়ার্ড মুকুটটিকে পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কয়েক শ বছর ধরে রাজ্যাভিষেকে ব্যবহার করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শপথ নেন চার্লস। ক্যান্টারবুরির আর্চবিশপ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, রাজ্যাভিষেক শপথের আইনি প্রয়োজনীয়তা রয়েছে।
রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। এ সময় তিনি আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।