Sunday, May 26, 2024

বিদ্যুৎ সুবিধার আওতায় নিঝুম দ্বীপ

নোয়াখালী প্রতিনিধি: প্রথমবারের মতো বিদ্যুতের আওতায় এসেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ। শনিবার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দুর্গম এই দ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিবির সূত্রে জানা যায়, হাতিয়ায় স্থাপিত একটি বিদ্যুৎকেন্দ্র থেকে আজ দুপুর একটার দিকে নিঝুম দ্বীপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে বিদ্যুৎ সরবরাহের জন্য হাতিয়া থেকে সাগরের তলদেশ দিয়ে প্রায় দেড় কিলোমিটার ১১ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দ্বীপে বসবাসরত অন্তত ৫ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

নিঝুপ দ্বীপে বিদ্যুতের কোনো গ্রাহক নেই। তবে বিদ্যুৎ পৌঁছানোর পর স্থানীয়রা সংযোগ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ দিনাজ উদ্দীন বলেন, দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। দ্বীপের অধিকাংশ বাসিন্দা জেলে। বিদ্যুতের আওতায় আসায় শিক্ষা, ব্যবসা-বাণিজ্যর প্রসার ঘটবে। পর্যটক খাতের উন্নয়ন হবে। ফলে অন্য খাতে কর্মসংস্থান বাড়বে।

শতভাগ বিদ্যুতায়নের লক্ষে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের আওতায় ১৩ এপ্রিল কক্সবাজারের কুতুবদিয়া এবং গত বছরের নভেম্বর মাসে নোয়াখালীর হাতিয়া দ্বীপের বাসিন্দারা বিদ্যুৎ সুবিধার আওতায় আসে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর