Monday, December 2, 2024

কেরালায় নৌকা ডুবে ২১ পর্যটকের মৃত্যু

ভারতের কেরালায় পর্যটকবহনকারী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার মধ্যরাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছে প্রশাসন।

আনন্দবাজার পত্রিকার খবর বলছে, কেরালার মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরামে রবিবার সন্ধ্যায় একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন ৪০ জন পর্যটক। সন্ধ্যা ৭টার দিকে নৌকাটি হঠাৎ উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ এবং দমকল বাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কেরালার মন্ত্রী ভি আবদুরাহিমান। মৃতদের মধ্যে বেশির ভাগ শিশু। তিনি আরও জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, ডুবে যাওয়া হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। রবিবার রাতে টুইট করে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে মৃতদের পরিবারপ্রতি ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর