Saturday, May 25, 2024

আলিয়ার উপর কী কারণে বিরক্ত হন রণবীর, নিজেই জানালেন অভিনেত্রী

প্রায় পাঁচ বছরের প্রেম। তার পর বিয়ে। গত বছর এপ্রিল মাসে একে অপরের সঙ্গে সাতপাক ঘুরেছেন বলিউডের তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। ওই বছর নভেম্বরেই তাদের কোল আলো করে এসেছে সন্তান। এখন মেয়ে রাহাকে নিয়ে তাদের সংসার। সম্প্রতি নিজেদের বিবাহবার্ষিকীও পালন করেছেন বলিউডের জনপ্রিয় এই যুগল।

বিয়ের পর থেকে সংবাদমাধ্যমের সামনে একে অপরকে নিয়ে বেশ সাবলীলভাবে কথা বলেন রণবীর-আলিয়া। কোনো প্রকার জড়তা ছাড়াই নিজেদের ব্যক্তিগত জীবন তুলে ধরেন অনুরাগীদের সামনে। রণবীর যেমন প্রশংসা করেন আলিয়ার, তেমনই স্বামী হিসাবে রণবীরের গুণাবলীর কথাও বলতে ভোলেন না আলিয়া। যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানালেন তার উপর কী কারণে বিরক্ত হন রণবীব?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, রণবীরের মানসিকতা নাকি একেবারেই সাধু-সন্তদের মতো। কখনও গলার আওয়াজ তুলে কথা বলেন না তিনি। আর আলিয়া রেগে গিয়ে চেঁচামেঁচি শুরু করলেই নাকি তাতে বিরক্ত হন রণবীর।

আলিয়া বলেন, ‘কোনো কাজে কারও ত্রুটি দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। আর আমার গলার আওয়াজ বেড়ে গেলে রণবীর তা একদমই পছন্দ করে না।’

এর কারণ হিসেবে আলিয়া বলেন, ‘ও মনে করে এটা ঠিক নয়, আর রাগ হলেও আমার নিষ্ঠুর হওয়া উচিত নয়।’

স্বামীর কোনো গুণ দেখলে সামান্য হিংসা হয় তার মনে? এই প্রশ্নের উত্তরও দিয়েছেন আলিয়া। অভিনেত্রী বলেন, ‘রণবীরের মাথা খুব ঠান্ডা, একেবারে সাধু-সন্তদের মতো। আর কেউ আমার মস্তিষ্ক খুলে দেখলে শুধুই হযবরল দেখতে পাবেন।’

এ বছর হলিউডের মেট গালায় অভিষেক হয়েছে আলিয়ার। পোশাকশিল্পী প্রবাল গুরুঙের বানানো এক লাখ মুক্তখচিত পোশাক পরে সেখানে গালিচায় হেঁটেছেন তিনি। চলতি বছরেই হলিউডে অভিষেক হবে আলিয়ার। বছরের শেষের দিকে মুক্তি পাবে তার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর