Tuesday, December 3, 2024

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৮ মে) গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাত সাড়ে ১২টায় দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) ও ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে স ম আরিফুল হক জানান, রোববার রাতে গোপালগঞ্জ শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন তরুণ গ্রামের বাড়িতে ফিরছিল। এ সময় তারা সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি নিহত হন।

তিনি আরও জানান, আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাদের মৃত্যু হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর