Thursday, November 14, 2024

মঞ্চে হেনস্তার শিকার হলেন অরিজিৎ

নিজের প্রতিভা আর সুরেলা কণ্ঠের জাদুতে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন এ সংগীতশিল্পী। আর সেই খ্যাতিরই এবার বিড়ম্বনা দিতে হলো অরিজিৎকে।

আওরঙ্গাবাদে গানের অনুষ্ঠানের মঞ্চে যখন অরিজিৎ গান গাইছিলেন তখন ভক্তরা প্রিয় শিল্পীকে দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি।

শিল্পীর হাত ধরে টানাটানি শুরু করেন ভক্তরা। আর তাতেই ঘটে বিপত্তি। ভক্তদের টানাটানিতে বেকায়দায় পড়েন শিল্পী। আর তাতেই ডান হাতে গুরুতর চোট পান তিনি।

ওই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে অরিজিৎকে মঞ্চেই দেখা গেছে অসুস্থ হতে। ভক্তদের টানাটানি থেকে নিজেকে সরিয়ে নেয়ার পরও শিল্পীর হাত সোজা করতে পারছিলেন না, তার হাত কাঁপছিল।

হাতে গুরুতর চোঁট পাওয়ার পরও ভক্তদের সঙ্গে অরিজিৎকে মার্জিতভাবে কথা বলতে গেছে। এমন ঘটনার পরেও পারফর্ম করা বন্ধ করতে চাননি অরিজিৎ। তার কথায়, আমি তো এখানে পারফর্ম করতেই এসেছি। আমি আমার সব ভক্তের কাছে যাব। আমি এখানে উপস্থিত শ্রোতাদের ভালোবাসি। প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে যাব আমি।

ওই গানের আসরে আঘাত পেয়ে শেষ পর্যন্ত ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয় অরিজিৎ সিংয়ের হাতে। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা হয় গায়কের। এদিকে নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে অরিজিতের গান শুনে দর্শকরা অনেক আবেগী আর উত্তেজিত হয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর