Saturday, April 20, 2024

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৪

কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার (৮ মে) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১টায় উপজেলার ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুরা হলো, কলিমুল্লা (১০), ওমর ফারুক (৬), জসিম (৭) ও করিম উল্লাহ (৫৫)।
গোয়েন্দা সূত্র জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ওয়েস্ট এর এ/১৯ ব্লকে আরসা সন্ত্রাসী জুবায়েরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আরসা সদস্য একত্রিত হয়ে ক্যাম্পে আসে। পরে ক্যাম্প ৮ ইস্ট ও ওয়েস্টের মধ্যবর্তী স্থানে অবস্থানরত পাঁচ থেকে ছয়জন আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলাগুলিতে তিন শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থলে আমাদের টিম আছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।
- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর