বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) ও মগ লিবারেশন পার্টির (মগ বাহিনী) মধ্যে গোলাগুলি হয়েছে। পরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মোটরসাইকেল চালক একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তী সময়ে তাদের প্রতিপক্ষ গ্রুপের সদস্য ধারণা করে গুলি করে হত্যা করা হয়। নিহতরা তিনজনই ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। এদের বাড়ি রোয়াংছড়ি উপজেলার রনিনপাড়া এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাকিল জানান, গুলিবিদ্ধ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বান্দরবান হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শুনেছি নিহতরা ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, গুলিবিদ্ধ তিন জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।