ফাহিমুল ইসলাম
যতই তোমার থেকে দূরে যাই,
অন্ধকার আমার সাথি হয়,
পূর্ব থেকে পশ্চিমে ছুটি,
একরাশ অতল অন্ধকার আমাকে ঘিরে থাকে,
আলো থেকে ক্রমশ দূরে যেতে থাকি
বোধহীন নিঃসঙ্গতা নিয়ে,
আঁধার যেন হয় না শেষ কোনোভাবে!
যখন তোমার কাছে আসতে থাকি,
দিগবলয় থেকে আলো ছুটে আসে,
দ্বিগুণ রোষে আঁধার কাটতে থাকে,
শূন্যে সাঁতরে সাঁতরে তোমার দিকে এগোই,
ভাসতে ভাসতে সাত সাগর পেরোই,
পশ্চিম থেকে পূর্বে।
মুহূর্তে ভুলে যাই তখন
বড্ড বেশি রঙচটা আমি, বড্ড ছাপোষা আমি।
আমি পুনর্বার বেড়ে উঠি
বর্ষায় লতানো পুঁইডাটার মতো
পূর্বে-পশ্চিমে, ঈশান-নৈঋতে।