ফাহিমুল ইসলাম
ভোর হয়, সকাল দুপুর গড়িয়ে বিকেল,
সন্ধ্যা ঝুলে থাকে জানালার কার্নিশে,
রাত হয়, মনটা ভিজে শরতের শিশিরে।
তবুও সন্তাপ নয়, কোনো দুঃখভোগ নয়।
নাটাইয়ের সুতো ছেড়েছি আমি,
ঘুড়ি উড়ে গেছে নিঃসীম নীলে,
একাকিত্ব, নিঃসঙ্গতাকে সময় খেয়েছে গিলে,
নাটাইয়ে সুতো গোটানোর উদগ্র বাসনাকে
দিয়েছি গলাটিপে,
নাটাইয়ে সুতো ছাড়তে থাকি, ছাড়তেই থাকি,
ঘুড়ি উড়ে বাল্টিক সাগরে
উত্তর সাগরের এদিকে সেদিকে।
তবুও দুঃখ নয়, কষ্ট নয়, কোনো সন্তাপ নয়।
যে বিশ্বাস পুঁতেছি মনের গহিনে,
সে বিশ্বাসে ঘুড়ি উড়ে,
দিনান্তে আমি থাকি আমার সুখে।