স্বরূপ
কিছুই তো হয়নি দেওয়া
শিউলি ফোটা স্নিগ্ধ সকাল
কিংবা ধানখেত ছুঁয়ে যাওয়া
দুপুরের বিবর্ণ রোদ
জ্যোৎস্না ভেজা নরম আলোয়
থমকে থাকা নিবিড় সন্ধ্যা।
মেঘেদের বাড়ি যাওয়া হয়নি রামধনু রঙে
নীরবতায় পাশাপাশি
বুকের ভেতর জমে জমে পাথর
না-বলা কথামালা,
পাথরও নাকি কথা বলে
নীরব ভাষায়!
চারপাশ আজ বিপন্ন আলো
চোখের জলে সাজিয়ে রেখেছি
বুক খোলা শান্ত নদী
যদি রমণী বেহুলার মতো
ভাসাও ভেলা…