Tuesday, December 3, 2024

কারওয়ান বাজারে ঝুঁকিপূর্ণ কাঁচামালের আড়তে উচ্ছেদ অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবনে অভিযান চলছে। অভিযান শেষে পুরো মার্কেট সিলগালা করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১১টার পরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মার্কেটটির বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে মার্কেটটিতে মোট ১৭৬টি দোকান রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এই অভিযান পরিচালনা করছেন।
তিনি জানান, মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিল মাসের শুরুর দিকে ব্যবসায়ীদের মার্কেট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তারপরও মার্কেট থেকে সরেনি। তাই বাধ্য হয়ে মার্কেটের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর ঝুঁকিপূর্ণ অন্য মার্কেটগুলোকেও সিলগালা করা হবে বলেও জানান তিনি।
এদিকে মার্কেটের একাধিক ব্যবসায়ী বলছেন, তাদের সময় দেওয়া হয়নি। সময় দিলে অন্য জায়গায় ব্যবস্থা করে চলে যেতেন বলেও জানান তারা।
- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর