বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান বলেন, ঘূর্ণিঝড়ের পরবর্তী গতিপথ পর্যবেক্ষণ করে ফ্লাইট ওঠানামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর সংকেত জারি করেছে। এর ফলে এ সময় কোনোভাবেই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সম্ভব নয়।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহা বিপদ সংকেত দিয়েছে। আর মোংলা বন্দরকে দেখাতে বলা হয় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত।