দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার (১৪ মে) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ তিন দিন ধরে বন্ধ থাকায় পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে বিদ্যুৎ উৎপাদনে, আবাসিক ব্যবহারের ক্ষেত্রে ও শিল্প কারখানায় গ্যাস সংকট দেখা দিয়েছে। আগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে।’ তবে, গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।
দেশের বিভিন্ন জায়গায় তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল, সেটি থেকে এলএনজি সরবরাহ শুরু হতে ১২ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। আর যেটি কাছাকাছি আছে, তা থেকে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হবে। এতে গ্যাস সরবরাহ পরিস্থিতি এখনকার চেয়ে ভালো হবে।’