সফিক রহমান
মেঘেদের নৌকোয় পালতোলা
বিরাণ মাঠে খোলা হাওয়া
সূর্যের খরদাহ
কিশোরী চাঁদের নরম আলো
কিছুতেই নেই ভ্রম্নক্ষেপ!
কেবল এক অদ্ভুত রথ টেনে নেয়ার আয়োজন চারপাশে।
ঘরের কোনে অন্ধকারে থাকে যে চামচিকা পরিবার
ওদের উড়ান ফটো আজ
বলে গেলো বারবার
তুইও তো ছিলি মানুষ একদা!
তাহলে?
মৃত্তিকার রস পান করে যে জীবন
প্রতি নেনো সেকেন্ড
সে জীবনে চলে নিত্যদিনের প্রকৃতির বৈরিতা।
কেউ তো জানে না,
বড্ড অবুঝ দিনগুলো আমায় ছেড়ে গেছে
সূর্যের কৈশোর কালের শেষ দিকে।
তারপর খড়কুটোর আদিম ঘ্রাণে বেঁচে আছি
অনন্তকালের পথ ধরে।