Monday, January 20, 2025

আমার অবুঝ দিনগুলো

সফিক রহমান

মেঘেদের নৌকোয় পালতোলা
বিরাণ মাঠে খোলা হাওয়া
সূর্যের খরদাহ
কিশোরী চাঁদের নরম আলো
কিছুতেই নেই ভ্রম্নক্ষেপ!
কেবল এক অদ্ভুত রথ টেনে নেয়ার আয়োজন চারপাশে।

ঘরের কোনে অন্ধকারে থাকে যে চামচিকা পরিবার
ওদের উড়ান ফটো আজ
বলে গেলো বারবার
তুইও তো ছিলি মানুষ একদা!
তাহলে?
মৃত্তিকার রস পান করে যে জীবন
প্রতি নেনো সেকেন্ড
সে জীবনে চলে নিত্যদিনের প্রকৃতির বৈরিতা।

কেউ তো জানে না,
বড্ড অবুঝ দিনগুলো আমায় ছেড়ে গেছে
সূর্যের কৈশোর কালের শেষ দিকে।
তারপর খড়কুটোর আদিম ঘ্রাণে বেঁচে আছি
অনন্তকালের পথ ধরে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর