Saturday, April 20, 2024

কানে প্রথমবার সারা! ভারতীয় ছোঁয়া রেখে গেলেন সাইফ-কন্যা

ভারতীয় পোশাকেই রেড কার্পেট মাতালেন সুন্দরী নায়িকা সারা আলী খান। প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন তিনি। সেখানে সারাকে দেখা যায় বেইজ লেহেঙ্গায়।

এদিকে ইনস্টাগ্রামে শেয়ার হওয়া তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সারার মধ্যে সবসময় দেশের প্রতি টান ফুটে ওঠে। ওর পোশাকেও দেশ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব।’

আরেকজন মন্তব্য করলেন, পুরো পতৌদির রাজকুমারীর ভাইব আসছে তার পোশাক থেকে। তৃতীয়জন লিখলেন, সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।

সারা ইনস্টাগ্রামে তার কানের লুক শেয়ার করেছেন। ফ্রেঞ্চ রিভেরায় তোলা ছবিগুলিতে তিনি লোকেশনে জিও ট্যাগ করেছেন ফ্রান্সকে। ক্যাপশনে লিখেছেন, ‘You Cannes do it’। সারার এক অনুরাগী মন্তব্য করলেন, ‘তোমার জন্য গর্ব হচ্ছে। তুমি অনেক দূর যাবে।’ আরেকজন লিখলেন, ‘বউ-এর মতো দেখতে।’

আবু জানি আর দীপক খোসলার ডিজাইনার লেহেঙ্গা পরেছিলেন এদিন সাইফ-কন্যা। রেড কার্পেটে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় সারা বলেছিলেন, হ্যালো এবং নমস্তে (হাত জোড় করে)। কিছুটা নার্ভাস। আমি সবসময় এখানে আসার আকাঙ্ক্ষা করেছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আছি।

সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে বলেন, এটি আবু এবং সন্দীপের (খোসলা) একটি ঐতিহ্যবাহী ভারতে সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সবসময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ব বোধ করি। এটি সবসময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।

কানে যাওয়ার আগেই সামনে এসেছে সারা আর ভিকি-র ‘জারা হটকে জারা বচকে’-র ট্রেলার। একপ্রস্থ প্রোমোশনও করে গিয়েছেন তিনি। ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ ছবিও রয়েছে পাইপলাইনে। রয়েছে পরিচালক জগন শক্তির শিনোমহীন একটি ছবি, হোমি আদজানিয়ার মার্ডার মুবারক ছবিগুলি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর