Saturday, May 18, 2024

সালমান খান গুরুতর আহত

‘টাইগার থ্রি’-এর শুটিংয়ের মাঝে গুরুতর আহত হয়েছেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই ভক্তদের এই দুঃসংবাদ দিলেন বলিউড ‘ভাইজান’। এমন পোস্ট দেখে স্বাভাবিকভাবেই অনুরাগীদের কপালে ভাঁজ। ঠিক কী হয়েছে?

এনিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে সালমান নিজের ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন, তা দেখে শোরগোল পড়ে গেছে ভক্তদের মাঝে। ছবিতে দেখা যাচ্ছে, খালি গায়ে ক্যামেরার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ‘ভাইজান’। তবে নজর কাড়ল অভিনেতার কাঁধের টেপ। সাধারণত চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে এই ধরনের টেপ ব্যবহার করা হয়।

ছবির ক্যাপশনে সালমান লিখেছেন- ‘যখন কেউ ভাবে যে সে সারাবিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, তখন আমি তাকে বলি, আগে পাঁচ কেজির ডাম্বল তুলে দেখাও।’

সেইসঙ্গে সিনেম্যাটিক স্টাইলে যোগ করেন- ‘টাইগার জখমি হ্যায়..’, অর্থাৎ ‘টাইগার আহত’।

প্রসঙ্গত, গত শনিবারই কলকাতায় শো করে গিয়েছেন সালমান। ফিরে চলতি সপ্তাহেই মুম্বইতে ‘টাইগার থ্রি’র শুটিংয়ের পরিকল্পনা ছিল। যেখানে ভাইজানের সঙ্গে বিশেষ দৃশ্যের শুটিং করার কথা শাহরুখ খানের। ইতিমধ্যেই মাড আইল্যান্ডে শুটিং শুরু হয়ে গেছে। আর এরই মাঝেই ঘটল অঘটন! শরীরচর্চা করতে গিয়ে কাঁধে চোট পেলেন ভাইজান।

সূত্রের খবর, মাড আইল্যান্ডে শুট করতে গিয়েই বিপত্তি ঘটে। কাঁধে চোট পান সালমান। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। তবে চিন্তার রেশ কাটেনি ‘ভাইজান’ ভক্তদের। তার পোস্টের কমেন্ট চোখ রাখলেই তা বোঝা যায়। দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। এদিকে নভেম্বরেই মুক্তি পাচ্ছে ‘টাইগার থ্রি’।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর