Saturday, May 18, 2024

‘নিজেকে জেব্রার মতো লাগছে’ কান উৎসবে সারা

সৈকতঘেঁষা কান শহরে মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) বাংলাদেশ সময় রাত এগারোটায় পর্দা উঠেছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। তারও দুই ঘণ্টা আগে থেকে শুরু হয় লালগালিচায় উন্মাদনা। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট।

এ উৎসবের প্রথমদিনে বলিউড সুপারস্টার সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানকে ভারতীয় পোশাকে রেড কার্পেটে হাঁটতে দেখা গেছে।

প্রথমদিন রেড কার্পেটে সারা বেছে নিয়েছিলেন আইভরি রঙের লেহেঙ্গা। যাতে ছিল লম্বা টেল। ভারতীয় সংস্কৃতির ছাপ ছিল তার লুকে। তবে কানের দ্বিতীয় দিনে তাকে দেখা মিলল কালো-সাদা শাড়ি-স্টাইলের পোশাকে। তিনি এদিন আবু জানি আর সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক পরেছিলেন। আর ডেপিং করেন ডলি জৈন।

কালো-সাদা রঙের পুঁতিযুক্ত ব্র্যালেট হল্টারনেক ব্লাউজে দেখা দেন লাস্যময়ী সারা। সঙ্গে একটি শাড়ি-স্টাইলের স্কার্ট। সঙ্গে জুয়েলারি হিসেবে ছিল কালো এবং সাদা মুক্তোর নেকলেস ও স্টাড। মেসি বান, বোল্ড উইংড আইলাইনার, মভ লিপস্টিক তার এ সাজকে আরও আকর্ষণীয় করে তোলে।

দ্বিতীয় দিনে সারা আলী খানের পোশাক সোশ্যাল মিডিয়ার মনে ধরলো না। কানের দ্বিতীয় লুক সামনে আসতেই সাইফ কন্যাকে নিয়ে ট্রলিং শুরু হলো। তবে কেদারনাথ অভিনেত্রী যেন তৈরিই ছিলেন ট্রলকারীদের জবাব দিতে। ইনস্টাগ্রামে নিজের লুক শেয়ার করে লিখলেন, ‘জেব্রার মতো লাগছে নিজেকে। তবে ভুলেও আমার লাইন ক্রস করো না।’

উৎসবের রাতের পার্টিতে কালো অফ শোল্ডার ড্রেসে পৌঁছেছিলেন এ ভারতীয় সুন্দরী। পোশাকের সামনে ছিল সোনালি রঙের হার্ট শেপের কাজ। এ লুক নিয়েও কম কটাক্ষ হয়নি। কেউ মন্তব্য করেন, ‘ফুটের পোশাক’ কেউ লেখেন, ‘জঘন্য স্টাইলিং। নিজের ডিজাইনার বদলাও।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর