Friday, February 7, 2025

সঠিকভাবে চুল ধোয়ার এই ৪ টোটকা জেনে নিন

শ্যাম্পু না করলে চুল থেকে ময়লা ধুয়ে বার করা মুশকিল। তাই নিয়মিত শ্যাম্পু না করলেই নয়। কিন্তু শুধু শ্যাম্পু করলেই হল না। এই চার টোটকা জানা থাকলে চুল ধোয়ার পর আর কোনও সমস্যাই হবে না।

চুলে তেল দিয়ে নিন: শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে চুলে তেল দিয়ে নিন। চুলের স্ক্যাল্পে ভালো করে তেল লাগিয়ে মাসাজ করে নিন। এতে শ্যাম্পুর রাসায়নিকের কারণে গোড়া নষ্ট হয় না সহজে। নারকেল তেল ব্যবহার করলে ভালো ফল পাবেন।

চুলের জট ছাড়িয়ে নিন: শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়িয়ে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য বড় ও চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। এই ধরনের চিরুনি ব্যবহার করলে সহজেই জট হালকা হয়ে যাবে।

মাথা মোছা: মাথা মোছার জন্য নরম তোয়ালে ব্যবহার করুন। খুব জোরে ঘষার কোনও দরকার নেই। বরং আস্তে আস্তে ঘষেই চুল মুছে নিন। জোরে জোরে চুল ঘষলে চুল উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর