Monday, February 10, 2025

অতীত

লুইজ এলিজাবেথ গ্লুক
(অনুবাদ: আলমগীর মোহাম্মদ)

আকাশে উদয় হলো ক্ষুদ্র আলোর
আচম্বিত দুটো
পাইন ডালের মাঝে, তাদের সুন্দর সুচালো কাটাগুলো
গেঁথে আছে যেন উজ্জ্বল উপরিতলে
এবং এর উপর
উঁচু, পালকময় স্বর্গ

বাতাসের ঘ্রাণ নাও। সাদা পাইনের ঘ্রাণ সেটা,
খুব তীব্র হয় যখন বাতাস বয়ে যায়
বাতাসের ধাক্কায় সৃষ্ট আওয়াজ সমান অদ্ভুত,
সিনেমার বাতাসের শব্দের ন্যায়

ছায়াগুলো হেঁটে যাচ্ছে। রশির
শব্দ হচ্ছে। তুমি এখন যা শুনছ
হতে পারে
নাইটিঙ্গেল বা কর্ডাটা
পুরম্নষ পাখি তার সঙ্গিনীকে প্রেম নিবেদনের

দড়ি নড়ে গেছে। দোলনা
বাতাসে দুলছে,
দুটো পাইন গাছের সাথে দৃঢ়ভাবে বাঁধা।

বাতাসের ঘ্রাণ নাও। সাদা পাইনের ঘ্রাণ সেটা,

আমার মায়ের স্বর শুনছো হয়তো তুমি
অথবা, গাছ জোড়ার গায়ে
বাতাসের ধাক্কার শব্দ

কারণ কোনো কিছুর ধাক্কা ছাড়া
কিসের আওয়াজ হবে?

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর