Friday, November 8, 2024

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৯

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী। নিহতদের সবার বয়সই ১৮ বছরের বেশি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী সান সালভাদরের মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় ফুটবল লিগের একটি ম্যাচ চলছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হলেও বিপুল সংখ্যক সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়।

দেশটির ফুটবল ফেডারেশন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এদিকে, প্রকৃত ঘটনা জানতে পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে। এক টুইট বার্তায় তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তারা শাস্তির বাইরে থাকতে পারবে না।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর