Saturday, April 20, 2024

এমবাপ্পের জোড়া গোলে শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

লিগ ওয়ানে ১১তম শিরোপার দুয়ারে চলে গেল পিএসজি। আর মাত্র একটি পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠবে তারা।

রোববার কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে হারায় ২-১ গোলে।

রেলিগেশনের হুমকিতে থাকা অক্সের বেশ ভালোই পরীক্ষা নিয়েছিল পিএসজির। যদিও শুরুর আট মিনিটে দুই গোল হজম করে স্বাগতিকরা। তাই ম্যাচে ফেরার প্রচুর চেষ্টা করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়। ম্যাচের ৬ মিনিটে ডেডলক ভাঙেন এমবাপ্পে। ফাবিয়ান রুইসের পাস থেকে টপ কর্নার দিয়ে জাল খুঁজে নেন তিনি।

সেই গোল ভালোমতো হজম করে ওঠার আগেই আরও একবার পিছিয়ে যায় অক্সের। এবার লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে ২০ গজ দূর থেকে দুর্দান্ত একটি শট নেন এমবাপ্পে। লিগে এটি তার ২৮তম গোল এবং সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। দুই গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে লিওর আলেক্সান্দার লাকাজেত।

বিরতির ৬ মিনিট পর এক গোল শোধ দেয় অক্সের। কিন্তু এরপর আর পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করতে পারেনি তারা। ৩৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তে আছে ক্লাবটি। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লস।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর