Monday, December 2, 2024

২৫ মে গাজীপুর সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হযেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের দিন অর্থাৎ আগামী ২৫ মে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আটজন সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে ইভিএমে ভোটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর