Monday, December 2, 2024

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এশিয়া সফরের সূচি প্রকাশ

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু আগে এশিয়া সফর করবে বিশ্বচ্যাম্পিয় আর্জেন্টিনা। এ খবর আগেই রটেছে ফুটবল বিশ্বে। এবার আনুষ্ঠানিকভাবে এশিয়া সফরের তারিখ ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল টুইটারে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। যেখানে বলা হয় আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১৯ জুন জাকার্তায়
ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ সালের ডিসেম্বরে কাতারে নিজেদের তৃতীয় শিরোপা উদযাপন করে আলবিসেলেস্তেরা। এরপর ঘরের মাঠে গত মার্চে দুইটি প্রীতি ম্যাচ খেলে তারা। সেখানে পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।

এবার জুনে এশিয়া ট্যুরে আসছে মেসির আর্জেন্টিনা। এই সফরে দুইটি প্রীতি ম্যাচ খেলার পর ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই শুরু করবে তারা। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠ মনুমেন্তালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের মিশন।

দাবি করা হচ্ছে, ব্যাপক অর্থ লগ্নি করে মেসিদের চীনা মুল্লুকে নিচ্ছে দেশটি। এছাড়া চলতি বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসার কথা ছিল এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরাইল ইস্যুকে কেন্দ্র করে দেশটি থেকে সরিয়ে টুর্নামেন্টটি নেওয়া হয়েছে আর্জেন্টিনায়। এবার সেই ইন্দোনেশিয়া সফরেই যাচ্ছে মেসিরা। বিশ্বকাপের ক্ষতি কাটিয়ে উঠতে হয়তো মেসিদের ম্যাচ আয়োজন করতে চায় তারা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর