Thursday, February 22, 2024

আফগান সিরিজের টেস্টে অধিনায়ক লিটন!

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। পরে জানা যায় আসন্ন আফগানিস্তান সিরিজও মিস করবেন তিনি।

সাকিবের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পালন করবে কে এই নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। কারণ টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন অধিনায়কের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন।

লিটন মনে করছেন অধিনায়কের বাড়তি দায়িত্ব হয়তো তার ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। তাই অধিনায়কত্ব করার এই সুযোগ নিতে চাচ্ছিলেন না লিটন।

তবে শেষ পর্যন্ত অধিনায়কত্বে সম্মতি দিয়েছেন লিটন দাস। আফগানিস্তান সিরিজে তাই সাদা পোশাকে নতুন ভ‚মিকায় দেখা যাবে এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারকে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

আফগানদের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিবেন কে এই নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। নাজমুল হোসেন শান্ত কিংবা মেহেদি হাসান মিরাজরা টেস্টে নেতৃত্ব দিতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, অধিনায়ক হওয়ার জন্য ৫-৬ জন আমাদের ভাবনায় আছে।

তবে লিটনের অধিনায়কত্ব করতে রাজি হওয়ায় স্বস্তি দিবে টিম ম্যানেজমেন্টকে। কারণ লিটনের মাঝে হয়তো নেতৃত্বগুণ দেখেই তাকে সহ-অধিনায়ক করেছিল বিসিবি। আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচটি।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর