Friday, May 17, 2024

আফগানদের হারিয়ে টেস্টে টাইগারদের রেকর্ড গড়া জয়

ক্রিকেটের অভিজাত ফরমেট টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হারিয়েছে টাইগাররা। যা নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয়ও।

শনিবার (১৭ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে অনেকটা সারার মিশন ছিল। সেই কাজে বেশি দেরি হয়নি। দিনের প্রথম সেশনেই আফগানদের গুঁড়িয়ে দেয় টাইগাররা। আগের দিনে ২ উইকেটে ৪৫ রানে থাকা আফগানদের এদিন দরকার ছিল ৬১৭ রান। আর বাংলাদেশের ৮ উইকেট। তাসকিন-শরিফুলদের তাণ্ডবে শেষ পর্যন্ত ১১৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

এতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় বাংলাদেশ। এর আগে ২২৬ রানের জয়ই ছিল টাইগারদের সবচেয়ে বড় জয়। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে এই জয় পায় বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে এটি তৃতীয় বড় জয়। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড। ১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্টে ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর