Sunday, May 19, 2024

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ৬ জনের। স্থানীয় সময় শনিবার (৮ জুলাই) ক্যালিফোর্নিয়ার মুরিয়েটা শহরের একটি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বিমানটি লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। মুরিয়েটায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরে প্রায় এক একর জায়গাজুড়ে আগুন ধরে যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি সেসনা সি৫৫০ বিজনেস জেট ছিল।

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভোর সোয়া ৪টার পর বিমানটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। বিমানের ছয় যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

লস অ্যাঞ্জেলেস টাইমস বলছে, লাস ভেগাস থেকে ফরাসি উপত্যকায় ওই সময়টাকে কেবল একটি ব্যবসায়িক জেটই উড়ছিল। অবতরণের আগে বিমানটি একবার মাঠের কাছাকাছি ঘোরাঘুরি করে। এরপর বিধ্বস্ত হলে প্রায় এক একর গাছপালা পুড়ে যায়।

এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর