Tuesday, December 3, 2024

আবাসিক হোটেল থেকে ১০ প্রেমিক-প্রেমিকা আটক

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।

নিকলী থানার তদন্ত কর্মকর্তা আখারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়। সোমবার দুপুরে ৯৯৯ থেকে ফোন পেয়ে এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত ৫ মেয়ে ও ৫ ছেলেসহ মোট ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সঙ্গে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ও কেয়ারটেকার দীপুকে আটক করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, আটককৃতরা সবাই বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থী। তবে তিনি আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি। অনৈতিক ও সামাজিক অবক্ষয়রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর