বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকার অবস্থান ২১তম। অথচ গত রবিবার সকালেই ঢাকা ছিল বায়ুদূষণের শীর্ষে। এরপর শুরু হয় বৃষ্টি। এর ফলে গতকাল ঢাকার বায়ু অপেক্ষাকৃত ভালো অবস্থানে চলে আসে। গতকাল এ সময় ঢাকার অবস্থান ছিল ৪৭তম। আর আজ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৪। গতকাল ছিল ৭৬।
আজ সকাল সাড়ে আটটায় বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ছিল চীনের বেইজিং শহর। স্কোর ১৮৫। আর ১৭৪ স্কোর নিয়ে বায়ুদূষণের দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ইনচিওনের স্কোর ১৬৭। আর ১৬৩ স্কোর নিয়ে ভারতের নয়াদিল্লি আছে চতুর্থ স্থানে। থাইল্যান্ডের চিয়াংমাই পঞ্চম স্থানে, স্কোর ১৫৭।