Saturday, November 23, 2024

মেয়েদের রাশিয়া চ্যালেঞ্জ আজ

রাশিয়ার ফুটবল ক্লাব আগেও বাংলাদেশে খেলেছে। স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধুর শাসনামলে রাশিয়ার মস্কো ডায়নামো প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশে। খেলেছে তখনকার ঢাকা স্টেডিয়ামে। এরপর প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবলেও রাশিয়ার অনেক ক্লাব খেলেছে ঢাকা স্টেডিয়ামে। রাশিয়ান ফুটবলাররা খেলেছেন এখনকার ফুটবল লিগে। মোহামেডান-আবাহনীর জার্সি গায়ে রাশিয়ান ফুটবলারদের নৈপুণ্য এখনো ফুটবল দর্শকের চোখে লেগে আছে। রাশিয়ান ফুটবলারদের নিয়ে এখনো আলোচনা হয়।

এবার দেশের নারী ফুটবলে রাশিয়ান দলের নাম যোগ হয়েছে। সিনিয়র দল নয়। রাশিয়া অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল খেলছে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসরে। যেটি কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়েছে গত সোমবার। ভারত, নেপাল, ভুটান, রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে পাঁচ দেশের লড়াইয়ে ফাইনাল নেই। যাদের পয়েন্ট সবচেয়ে বেশি তারাই চ্যাম্পিয়ন। চার দল এরই মধ্যে এক ম্যাচ করে খেলেছে। বাকি ছিল রাশিয়া।

আজ কমলাপুর স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় রাশিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। রাশিয়ান ফুটবলারদের শঙ্কা ছিল গরম নিয়ে। দেশের আবহাওয়া এখন বেশ ভালো। বৃষ্টি হয়েছে। ঠান্ডা ঠান্ডা বাতাস খানিকটা হলেও রাশিয়ান নারী ফুটবলারদের শঙ্কা কমেছে। ওরা অনেক বেশি স্কিলফুল ফুটবলার। শারীরিকভাবেও বাংলাদেশের নারী ফুটবলারদের চেয়ে এগিয়ে। তবে বড় কথা হচ্ছে, অনেক সময় বড় দল অচেনা পরিবেশে খেলতে নেমে প্রথম ম্যাচে ধাক্কা খায়। বাংলাদেশ সেই সুযোগ নিতে পারবে কি না, সেটাও দেখার বিষয়। বলতে গেলে রাশিয়ান ফুটবলারদের সামনে বাংলার নারী ফুটবলাররা কেমন দেখা যাবে আজ।

বাংলাদেশ প্রথম খেলায় ৮-১ গোলে ভুটানকে হারিয়েছে। আর ভারত ৪-১ গোলে নেপালকে হারিয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর