Thursday, November 21, 2024

তরমুজ বীজের নানা গুণ

বাজারে আসতে শুরু করেছে লাল পাকা তরমুজ। শরীরে পানিশূন্যতা দূর করার ক্ষেত্রে তরমুজের কথা অনেকেই জানেন। তবে তরমুজ খাওয়ার ক্ষেত্রে অনেকেই বীজ ফেলে দেন। এই বীজ ফেলে দেওয়াটা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর অন্তত সে কথাই বলছে। তরমুজের বীজের গুণগুলো জেনে নিন:

খনিজের উৎস
তরমুজের বীজ রোদে শুকিয়ে স্ন্যাকস হিসেবে খেতে পারেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের এক প্রতিবেদন জানায়, তরমুজের বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া শর্করা থাকায় ফসফরাস, সোডিয়াম, কপার, জিঙ্কও পাবেন।

প্রোটিনের উৎস
তরমুজের বীজে প্রচুর আমিষ পাওয়া যায়। সারাদিনে যে পরিমাণ আমিষ প্রয়োজন তার ৬০ শতাংশই মিলবে এক কাপ তরমুজের বীজে। আবার তরমুজে আর্গিনাইন নামক অ্যামাইনো অ্যাসিড পাবেন। উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া গ্লুটামিক অ্যাসিড, লাইসিন নামক উপাদানও আছে এটিতে।

ভিটামিন বি
ভিটামিন-বি একটি গুরুত্বপূর্ণ উপাদান। যেকোনো খাবার পরিপাক করতে এই ভিটামিন কাজ করে। শরীরে জোগায় শক্তি। তাই তরমুজের বীজেও খেতে পারেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর