Friday, May 17, 2024

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ক্লাবটির সাথে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে জামাল ৬ নম্বর জার্সি পরে খেলবেন তিনি।

দোভাষীর সহায়তায় স্প্যানিশ ভাষায় করা প্রশ্নের উত্তরে জামাল বলেন, এখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে। অনুসরণ করে। আমি এখানে এসেছি আমার দক্ষতা দেখাতে। আশা করি, আমি যদি ভালো খেলি, বাংলাদেশের আরও দু-তিনজন খেলোয়াড় এখানে আসতে পারবে।

লাইভে জামাল আরও বলেন, আমি আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে পারি ক্লাবকে। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। আমি নতুন প্রাণশক্তি দিতে চাই ক্লাবকে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোল দা মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে চাই।

ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো জামালকে স্বাগত জানিয়ে বলেন, জামাল আমাদের ক্লাবে যোগ দেওয়ায় অনেক ধন্যবাদ তাকে। ওকে পেয়ে আমরা খুব খুশি। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সব পূরণ করা হবে।

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে বিদেশে হংকং লিগে খেলেছিলেন কাজী সালাউদ্দিন। এরপর প্রয়াত মোনেম মুন্না, শেখ মো. আসলাম, গোলাম গাউস, রুমি ভারতের ইস্টবেঙ্গল এবং কায়সার হামিদ, সাব্বির কলকাতা মোহামেডানে খেলেছেন। আর্জেন্টিনায় বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে খেলবেন জামাল ভূঁইয়া।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর