Friday, December 27, 2024

৮ বলিউড স্টার কিডের কতদূর পড়াশোনা জানুন

বলিউডের তারকা সন্তানরা প্রায়শই চর্চায় থাকেন নেটদুনিয়ায়। প্রায়শই জীবনযাত্রার জন্য শিরোনামে থাকেন তাঁরা। স্টার কিডদের গ্ল্যামার নয়, শিক্ষা নিয়েই কথা বলছি। স্টার কিডদের শিক্ষার দৌড় কতদূর, আসুন জেনে নিই-

সারা আলি খান: সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের মেয়ে সারা, মুম্বইয়ের বেসান্ট মন্টেসরি স্কুল থেকে তাঁর স্কুলিং করেছেন। এরপর নিউইয়র্কের ‘কলম্বিয়া ইউনিভার্সিটি’ থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক তিনি।

সুহানা খান: শাহরুখ খানের মেয়ে সুহানা খানও ‘ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল’ থেকে তার স্কুলিং করেছেন। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির ‘টিশ স্কুল অফ আর্টস’ থেকে পরবর্তী পড়াশোনা করেন।

আরিয়ান খান: শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে আরিয়ান ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম মেকিং এবং রাইটিংয়ের উপর কোর্স করেছেন। এ ছাড়া আরিয়ান ‘স্কুল অফ সিনেমাটিক আর্টস’ থেকে ফাইন আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে স্নাতক।

অনন্যা পান্ডে: চাঙ্কি পান্ডের মেয়ে এবং অভিনেত্রী অনন্যা পান্ডে ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে তাঁর স্কুলিং করেছেন। এরপর তিনি ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ থেকে স্নাতক।

ইব্রাহিম আলি খান: সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও মুম্বইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তাঁর স্কুলিং করেছেন। এরপর লন্ডনের একটি বোর্ডিং স্কুল থেকে আরও পড়াশোনা করেন।

খুশি কাপুর: বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল’ থেকে তার স্কুলিং করেছেন। এরপর ‘নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি’ থেকে অভিনয়ের কোর্স করেন।

জাহ্নবী কাপুর: শ্রীদেবী এবং বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর, ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল থেকে তার স্কুলিং করেছেন। অভিনয় জগতে পা রাখার আগে তিনি ‘লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট ক্যালিফোর্নিয়া’ থেকে অভিনয়ের কোর্স করেছিলেন।

নাতনি নভ্যা নাভেলি নন্দা: অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা লন্ডনের ‘সেভেনক্স স্কুল’ থেকে তার স্কুলিং করেছেন। এর পরে, তিনি ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক হন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর