প্রকাশ্যে এসেছে ঢালিউড কিং শাকিব খানের ঈদের একমাত্র সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর প্রথম গান ‘কথা আছে’। গানটি প্রকাশের পরপরই মুহূর্তেই সেটি অন্তর্জালে ভাইরাল হয়েছে। এদিকে নায়কের র্যাপ গানে মজেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘কথা আছে’ গানটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। তার সেই ভিডিওটিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সব মিলিয়ে অন্তর্জাল মাতাচ্ছে ‘কথা আছে।’
‘এইতো দুঃখ ভরা রাত, যার হয় না সুপ্রভাত, সবাই হইছে কুপোকাত, ভাঙছে মাথার ওপর ছাদ, অলিগলি থেকে শুরু, হায়না-ময়না-হাতি, হাতের তালুর মতো চিনি, আমি এই ঢাকা সিটি, ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি যায়, ঘুষ দিয়া তার চাকরি হইছে, কীভাবে সে ঘুস না খায়…এভাবে কি চলতে পারে, চলতে দেওয়া যেতে পারে, প্রশ্ন আমি রেখে যাই, দুর্নীতিকে রুখি তাই, কথা আছে কথা আছে, আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই’ এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তাবিব মাহমুদ। শুভ্র রাহার সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই।
এর আগে, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রকাশ্যে এসেছে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর টিজার। ৫২ সেকেন্ডের টিজারে চোখ আটকে গেছে নেটিজেনদের। এই সিনেমায় শাকিব খানের সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।